ঐতিহ্যবাহী পোড়াদহ রেলওয়ে প্লাটফর্ম এ নেই কোন পাবলিক টয়লেট! যাত্রী ভোগান্তি চরমে
- আপডেট সময় : ১২:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
ডাঃ কামরুল ইসলাম মনা, পোড়াদহ থেকে ফিরে –বাংলাদেশের ঐতিহ্য বাহী রেলওয়ে জংশন কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে ৪ টা প্লাটফর্ম থাকলেও একটিতেও নেই কোন পাবলিক টয়লেট এর ব্যবস্হা। পোড়াদহ রেলওয়ে এমন একটি স্টেশন যেখান থেকে দেশের উত্তর বঙ্গ, দক্ষিণ বঙ্গ, পূর্ব, পশ্চিম দিকে সর্বত্র যোগাযোগ এর সু-ব্যবস্হা আছে এবং প্রতিদিন এই স্টেশন থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে কিন্তু অতীব দুঃখের বিষয় চলাচলরত এই হাজার হাজার যাত্রীদের জন্য নেই কোন পাবলিক টয়লেটের ব্যবস্থা।
উল্লেখ বৃটিশ আমলে এই স্টেশনে ৩টি প্লাটফর্মে ২০ টি টয়লেট ছিল তখন দেশে মানুষ ছিল ৩ কোটি। বর্তমানে প্রায় ১৮ কোটি লোক হলেও নেই একটিও পাবলিক টয়লেট। প্লাটফর্ম উন্নয়ন ও সংস্করণের কাজ শেষ হলেও নির্মাণ করা হয়নি পাবলিক টয়লেট।
শুধু তাই নয়, মধুমতী ট্রেন থেকে নামতে গিয়ে দেখি ট্রেন থেকে প্লাটফর্মের দুরত্ব প্রায় ১ থেকে দেড় ফিট। যার ফলে বৃদ্ধ, শিশু, মানুষেরা নামতে গিয়ে পড়ে গিয়ে দূর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। ইতোমধ্যে একজন নারী যাত্রী ও ফাঁকে পড়ে মারা গেছেন। আশপাশের মানুষের সাথে কথা বলে জানা যায় ব্যক্তিগত উদ্যোগে ২ প্লাটফর্মে পার্শ্বে ২ টা পাবলিক টয়লেট এর ব্যবস্হা থাকলেও গ্রিল দিয়ে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
জনস্বার্থে ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনা করে অতিদ্রুত ৪টি প্লাটফর্মে পাবলিক টয়লেট নির্মাণ করত: যাত্রী সাধারণের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।