একটা ছবি হলো মরণ ফাঁদ

- আপডেট সময় : ১২:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৪৬২ বার পড়া হয়েছে

ফরিদপুর সদরের বাখুন্ডা রেললাইন থেকে প্রায় এক কিলো দূরে কেশবনগরে বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে লাবিব নামে এক যুবকের মৃত্যু।
চারজন বন্ধু মিলে ফরিদপুর শহরের, দক্ষিণ টোপাখোলা, হরিসভা থেকে দুটি মোটর বাইক যোগে ঘুরতে আসে,তাদের মধ্যে লাবিব (১৯) ছেলেটি ট্রেনের খুব নিকট থেকে সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে চাপা পড়ে গিয়ে দ্বিখণ্ডিত হয়ে যায়, তার বডি হতে মাথা আলাদা হয়ে যায়।নিহত লাবিবের পিতার নাম লিটন,এবং তাদের বাসা ফরিদপুর শহরের লালের মোড়ে । চারজন বন্ধুর মধ্যে তানজিম জানায় নিহত লাবিবের পরিচয়।
পরবর্তীতে বাখুন্ডা রেল স্টেশনের মাস্টার মাহাবুবের সাথে ফোন যোগে যোগাযোগ করলে
তিনি জানায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বাখুন্ডা স্টেশন পার হয়ে কেশব নগরে যখন ট্রেনটির অবস্থান ঠিক ৭.০৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সাথে সাথেই লাবিব মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে কোতোয়ালি থানার একটি টিম ঘটনা স্থলে অবস্থান নেয়, এবং নিহত লাবিবের লাশ উদ্ধার করে ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।