এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সদরপুরে ছাত্রীর আত্মহত্যা

- আপডেট সময় : ০৮:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১২১ বার পড়া হয়েছে

সুলতানা আক্তার
ফরিদপুর প্রতিনিধি:
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরিদপুরের সদরপুর উপজেলায় সাদিয়া আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
আজ রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামে এ ঘটনা ঘটে।
সাদিয়া আক্তার উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের আলী হোসেনের ডাঙ্গী গ্রামের আব্দুর সালাম মৃধার মেয়ে। এবারের এইচএসসি পরীক্ষায় সদরপুর সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে অংশগ্রহণ করে এতে ইংরেজি বিষয়ে কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের ভাড়া বাসায় ঘরের ভিতরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে, প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সদরপুর থানা অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।