উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ
নীলফামারীর ডোমারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ ইং উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডোমার উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার ২৬ নভেম্বর সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডোমার উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাবেদুল ইসলাম সানবিম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু।
স্বেচ্ছাসেবক লীগ ডোমার উপজেলা সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য ও ৯নং সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদ আহমেদ শান্তু, জেলা পরিষদ সদস্য মঞ্জুর আহমেদ ডন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাকিবুল হাসান রাকিব, হাবিবুল হক দুলাল, নীলফামারী জেলা পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব খলিলুর রহমান সাদ্দামসহ উপজেলার দশটি ইউনিয়ন একটি পৌরসভার নের্তৃবৃন্দরা।