ঈশ্বরদীতে আন্ত উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে আন্ত উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী’র আয়োজনে বৃত্তি পরীক্ষা ২০২৪ খ্রি: অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে এ্যাসোসিয়েশন’র ২৭ টি কিন্ডারগার্টেন স্কুলের মোট ৫৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।
কিন্ডারগার্টেন’র প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
ঈশ্বরদী উপজেলা প্রসাশন’র সার্বিক সহযোগীতায় ও আন্ত উপজেলা কিন্ডারগার্টেন ঈশ্বরদী’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাইদ’র ব্যাবস্থাপনায় বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, ঈশ্বরদী মহিলা ডিগ্রি ও অনার্স কলেজ’র সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ ও উপাধ্যাক্ষ ইসমাইল হোসেন।
পরিদর্শনকালে জনাব আব্দুল হামিদ বলেন, মনোরম পরিবেশে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা চলছে, কোমলমতি শিশুরা আনন্দের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা দিচ্ছে। “আন্ত উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী” শিক্ষার্থিদের মেধা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমি আশা করি।
এসময় আরো উপস্থিত ছিলেন, আন্ত উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী’র সভাপতি ও কেন্দ্র সচিব রিয়াজুল করিম, এ্যাসোসিয়েশন’র সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা খাঁন, সাংগঠনিক সম্পাদক আবু হেনা,পরীক্ষা বিষয়ক সম্পাদক আফসার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক নওরোজ লিটন, সদস্য, শাহজাহান আলী, মুসাম্মির হোসেন, তোফায়েল আহমেদ, ইয়াসমিন আক্তার ইনা, বিপ্লব হোসেন, ফিরোজুল ইসলামসহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, প্রধানশিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।