ঈশ্বরদীতে অধ্যক্ষের ছিনতাই হওয়া টাকা উদ্ধার,৫ ছিনতাইকারী আটক
- আপডেট সময় : ১২:০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের সোনালী ব্যাংকের মূল গেইটের সামনে থেকে ছিনতাই হওয়া টাকাসহ ছিনতাইচক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
১৯ অক্টোবর (বৃহস্পতিবার) ঈশ্বরদী থানা পুলিশ বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে অবহিত করেন। ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান বাসিরের নেতৃত্বে একটি অভিযানিক দল তাদের আটক করে।
পুলিশ সূত্র জানায়, গত সোমবার (১৬ অক্টোবর) ভোরে নিলফামারী জেলার সৈয়দপুর থানার সাওদিয়া হোটেল ও প্রিমিয়ার হোটেল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- খুলনা জেলার কামাল হোসেন, বিল্লাল হোসেন ও মামুন হোসেন এবং বাগেরহাট জেলার আলমগীর ও ঝালকাঠি জেলার জাকির হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৯ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী শহরের স্টেশন রোডের সোনালী ব্যাংকের সামনে থেকে দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের নিকট থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্রের সদস্যরা।
এই ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের পর থেকেই ছিনতাই চক্রকে ধরতে মাঠে নামে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আর বলেন, আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।