ব্রেকিং নিউজঃ
ঈশ্বরদীতে’ক্লাস অফ ২০০০ ঈশ্বরদী’অমর ২১ শে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন

মফস্বল সম্পাদক
- আপডেট সময় : ০৪:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে

পাবনা’র ঈশ্বরদীতে ‘ক্লাস অফ ২০০০ ঈশ্বরদী উপজেলা শাখা’র মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে।
মহান ২১ শে ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে সংগঠনের রেলগেটস্থ নিজস্য কার্যালয় থেকে সংগঠনের আহবাহক শামিম অমির সার্বিক তত্তাবধায়নে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এক শোক র্যালি বের করে উপজেলার বাস টার্মিনালে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের অর্থ সম্পাদক মফিজুর, সদস্য- ইফতেখারুল হক শিপলু, নাহিদ আকতার রিংকু, শরীফ, সোহাস, কল্লোল, বিপু, রনি, বিটু, সাইফুল, রাজীব, আইয়ুব, উজ্জল, জামান, রাজু, লিখন, মামুন, রাসেল, সনি, কৃষ্ণসহ অন্যান্যরা।