ইসলামী আন্দোলনের ডাকে ডোমারে গণ-সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ
ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানু পাতিক প্রতিনিধিত্ব (পি-আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন শান্তি এবং পরকালীন মুক্তির লক্ষ্য ইসলামিক সমাজভিত্তিক কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নীলফামারীর ডোমারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ই নভেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের বাটার মোড়ে ইসলামী আন্দোলনের আয়োজনে এই গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন ডোমার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সাইফুল ইসলাম।
ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারী মাওলানা মঈনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য গবেষণা ও আইন সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলনের নীলফামারী জেলা সভাপতি মুহাম্মাদ ইয়াছিন আলী, সহ-সভাপতি মাওলানা আসাদুজ্জামান, সেক্রেটারী প্রকৌশলী হাবিবুর রহমান, সদস্য মুহাম্মদ নাইমুর রহমান বাদশাহ, পঞ্চগড় জেলা সেক্রেটারী মুহাম্মদ আব্দুল্লাহ, নীলফামারী জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা বদরুল ইসলাম, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান, যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ মামুন ইসলাম, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বাপ্পী প্রমুখ।
এছাড়া গণ-সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।