আর পিছিয়ে নেই ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আপডেট সময় : ০৮:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৩১৬ বার পড়া হয়েছে
এবিসি নিউজ ডেস্কঃ
আজ ২৯.০৪.২০২৪ ইং রোজ সোমবার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ টি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সিজারিয়ান সেকশন রুগি- সামিয়া(২১) ও এ্যাপেন্ডিসেকটমি রুগি- লামিয়া(১৮) অপারেশন সম্পন্ন হয়।
অপারেশন করেন ডাঃ ঝুমুর (সার্জন), ডাঃ মনিরুজ্জামান মানিক(সার্জন), ডাঃ আবদুল্লাহ আল জুবায়ের। উপস্থিত ছিলেন হাসপাতালের পঃপঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।
এ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ রাজকুমার আগরওয়ালা। রুগিসহ রুগির পরিবারের লোকজন এবং এলাকাবাসী তথা ভেড়ামারাবাসীর জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ক্ষেত্রে উপরোক্ত ডাক্তারবৃন্দ সহ অন্যান্য ডাক্তারবৃন্দ আলোর বার্তা নিয়ে হাজির হয়েছেন।
আমরা ভেড়ামারাবাসী সবাই চাই উনারা (ডাক্তাররা) আমাদের সকল রুগিদের সকল রকম অপারেশনের সুযোগ পাই ।
এলাকাবাসী ডাঃ রাজকুমার আগরওয়ালা’কে আলোর কান্ডারী হিসেবে অভিহিত করেন, কারণ তাঁর উদ্যোগেই নতুন উদ্যমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন শুরু হয়েছে। ডাঃ রাজকুমার আগরওয়ালা ২০০৫ এসএসসি ব্যাচ, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়।