আমরাই পারি গড়তে, সবুজ পৃথিবী।

- আপডেট সময় : ০৪:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ২৫৯ বার পড়া হয়েছে

এবিসি নিউজ ডেস্ক।
🔤 আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী- পরিবেশ দিবস ২০২৩ ঃ বিশ্ব পরিবেশ দিবসের এবছর দিবসের প্রতিপাদ্য- Solutions to Plastic Pollution এবং এবারের স্লোগান- “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ”।
পরিবেশ দুষন ও তাপমাত্রা থেকে বাঁচতে রাস্তা-মাঠ-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠা ও বাড়ির আঙ্গিনায় সবুজ কররার কাজটি করা যেতে পারে স্বেচ্ছা প্রণোদিতভাবেই।
সবখানে দেশীয় প্রজাতির ও বিলুপ্তপ্রায় গাছের চারা রোপণ করবার দায়িত্ব পালনে সামাজিক সাংস্কৃতিক সংগঠন এগিয়ে এলে সবুজায়নও সহজ হবে মনে করেন অনেকেই।
👤ব্যক্তি ও সামষ্টিক জীবনে দৈনন্দিন সামাজিক সকল আয়োজনই হয়ে উঠুক পরিবেশবান্ধব- ডাক উঠেছে বিশ্ব পরিবেশ দিবসে।
আজ ভেড়ামারার ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “নেসলে বাংলাদেশ” এর সম্মানিত প্রতিনিধি জনাব রাসেল সাহেব অত্র বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দকে সাথে নিয়ে কিছু ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।