আমদানি রপ্তানি শুরু হয়েছে ছয়দিন পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে
- আপডেট সময় : ১০:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
আমদানি রপ্তানি শুরু হয়েছে ছয়দিন পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে। স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান ৪ দফা দাবি নিয়ে পানামার সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়েছে। পানামা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সমন্বয় করেছেন। এতে আমরা খুশি। আজ থেকে স্থলবন্দরের কার্যক্রম চালু হয়েছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে ডিসির সম্মেলন কক্ষে পানামার সঙ্গে বৈঠক হয়। পানামা কর্তৃপক্ষ পাথরের ট্রাকে মাশুলের পরিমাণ কমিয়েছে। আগে একটি ৫৫ টন পাথরের ট্রাকে মাশুল দিতে হত প্রায় সাড়ে সাত হাজার টাকা। এখন তা নেমে আসবে সাড়ে ৪ হাজার টাকায়। সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। আমদানি রপ্তানিকারকের সঙ্গে সমন্বয় হয়েছে। স্থলবন্দরের কার্যক্রম শুরু। এর আগে ৪ দফা দাবিতে ১৫ সেপ্টেম্বর থেকে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা