এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে চুনতী চুনতীর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ)মাহফিল 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ১৪৯ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম চট্টগ্রাম

১১রবিউল আউয়াল ১৪৪৪হিজরি০৮অক্টোবর ২০২২ইংরেজি ২৩আশ্বিন১৪২৯বাংলা রোজ শনিবার শুরু হবে বলে নিশ্চিত করেছেন মোতাওয়ালল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক ইবনে দিনার নাজাত ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সীরত কমিটির মিডিয়া প্রধান শাহজাদা তৈয়বুল হক বেদার ।

 

তেলাওয়াতে কালামে পাক করবেন মাওলানা জালাল উদ্দীন সাহেব শিক্ষক, দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক শাহ ফাযিল মাদ্রাসা লোহাগাড়া।

 

না’ আতে রাসুল (সা,) মাওলানা হেলাল উদ্দিন মুহাম্মদ মুসা সাহেব শিক্ষক , চুনতী ফাতিমা বতুল মহিলা ফাজিল মাদ্রাসা চুনতী, লোহাগাড়া, চট্টগ্রাম

 

প্রথম দিবসে ছদরে মাহফিল করবেন আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ আজাদ সাহেব সভাপতি মোতাওয়াল্লী কমিটি।

 

উদ্বোধন করবেন – প্রফেসর ড.মাওলানা আবুরেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী সাহেব মাননীয় জাতীয় সংসদ সদস্য সাতকানিয়া – লোহাগাড়া চট্টগ্রাম ১৫।

 

ওয়ায়েজ করবেন – আলহাজ্ব মাওলানা ওসমান গনি সাহেব উপাধ্যক্ষ, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে চুনতী চুনতীর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ)মাহফিল 

আপডেট সময় : ১২:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

কামরুল ইসলাম চট্টগ্রাম

১১রবিউল আউয়াল ১৪৪৪হিজরি০৮অক্টোবর ২০২২ইংরেজি ২৩আশ্বিন১৪২৯বাংলা রোজ শনিবার শুরু হবে বলে নিশ্চিত করেছেন মোতাওয়ালল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক ইবনে দিনার নাজাত ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সীরত কমিটির মিডিয়া প্রধান শাহজাদা তৈয়বুল হক বেদার ।

 

তেলাওয়াতে কালামে পাক করবেন মাওলানা জালাল উদ্দীন সাহেব শিক্ষক, দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক শাহ ফাযিল মাদ্রাসা লোহাগাড়া।

 

না’ আতে রাসুল (সা,) মাওলানা হেলাল উদ্দিন মুহাম্মদ মুসা সাহেব শিক্ষক , চুনতী ফাতিমা বতুল মহিলা ফাজিল মাদ্রাসা চুনতী, লোহাগাড়া, চট্টগ্রাম

 

প্রথম দিবসে ছদরে মাহফিল করবেন আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ আজাদ সাহেব সভাপতি মোতাওয়াল্লী কমিটি।

 

উদ্বোধন করবেন – প্রফেসর ড.মাওলানা আবুরেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী সাহেব মাননীয় জাতীয় সংসদ সদস্য সাতকানিয়া – লোহাগাড়া চট্টগ্রাম ১৫।

 

ওয়ায়েজ করবেন – আলহাজ্ব মাওলানা ওসমান গনি সাহেব উপাধ্যক্ষ, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া।

শেয়ার করুন