আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে বালু উত্তোলন ফটিকছড়ি
- আপডেট সময় : ০১:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ ৮০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম উত্তর জেলার ফটিকছড়ি আওয়ামী লীগের ক্ষমতার জোরে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এই বিষয়ে ফটিকছড়ির সচেতন মহল বলেন ফটিকছড়ি উপজেলার বিভিন্ন নদী, খাল ও জলাশয় থেকে শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে দিন–রাত বালু উত্তোলন করছে আওয়ামী লীগের চিহ্নিত প্রভাব শালী নেতারা । এর ফলে পার্শ্ববর্তী রাস্তা ও জমিতে ভাঙনের সৃষ্টি হচ্ছে। ইজারা বহির্ভূত যত্রতত্র বালু উত্তোলনের ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া ড্রেজারের শব্দে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন পরিবেশবাদীরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ড্রেজার মেশিন ও বালু পরিবহনে ব্যবহৃত ডাম্পর ট্রাক ও ট্র্যাক্টরের শব্দে এলাকাবাসী অতিষ্ঠ। যত্রতত্র বালু উত্তোলন জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। রাত–দিন চলে অবৈধ বালু পাচারের কর্মকাণ্ড। ফলে গ্রামীণ রাস্তাঘাট, ঘরবাড়ি, সেতু–কালভার্ট নষ্ট হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। অন্যদিকে ধুলোবালিতে এলাকার বায়ুদূষণসহ সার্বিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার পাইন্দং ইউনিয়নের জুগিনাঘাটা, বেড়াজালী এলাকার চম্পাপাড়া, শ্বেতকুয়া এলাকার গজ্জম্মে টিলা এলাকা, কাঞ্চননগর ইউনিয়নের চেঙ্গেরকুল, ফরেস্টর অফিস, পাল্লান পাড়া ও চুরখাঁহাট এলাকা, ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড উত্তর রাঙ্গামাটিয়া এলাকা, পূর্ব সুয়াবিল হালদাপাড়, ভূজপুর ইউনিয়নের হরিণাকুল, নারায়ণহাট ইউনিয়নের জুজখোলা ও দাঁতমারা, ধর্মপুর, খিরাম ইউনিয়ন, ধুরং, হালদা ও সর্তা খালসহ বিভিন্ন নদী–খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক ও ডাম্প ট্রাকসহ ছোট–বড় গাড়িতে করে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করছে আওয়ামী লীগের সিন্ডিকেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে পাইন্দং ইউনিয়নের জুগিনাঘাটা এলাকায় ৭ নভেম্বর মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এঙকেভেটর ও একটি ট্র্যাক্টর জব্দ করা হয়, যা গত ১৪ নভেম্বর জব্দকৃত এঙকেভেটরের মালিক হাজির হয়ে দোষ স্বীকার করায় তাকে