আওয়ামীলীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে লাহিড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১২:১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি,
আওয়ামীলীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে লাহিড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১ নং পাড়িয়া ইউনিয়ন ও ২ নং চারোল ইউনিয়ন ও ৩ নং ধনতলা ইউনিয়ন লাহিড়ী আঞ্চলিক শাখার অঙ্গ সহযোগী সংগঠন, ১ নং পাড়িয়া ইউনিয়নের বিএনপির ইউনিয়ন সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, ২ নং চারোল ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু, লাহিড়ী আঞ্চলিক শাখার সভাপতি মাসুদ রানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু শাহিন এর নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে লাহিড়ী ধান হাটি থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা
বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামীলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানা আমীর মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।