৭৩ পুলিশ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি
- আপডেট সময় : ০৯:২০:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) থেকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে ৭৩ জন পুলিশ কর্মকর্তাকে। এর মধ্যে ৬৩ জনকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
রোববার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতি প্রাপ্ত ৭৪ পুলিশ কর্মকর্তার মধ্যে রয়েছেন— বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা পুলিশ স্টাফ কলেজের (ঢাকা) অতিরিক্ত ডিআইজি মো. মতিউর রহমান শেখ, এসবির অতিরিক্ত ডিআইজি সরদার তমিজ উদ্দিন আহমেদ, পুলিশ স্টাফ কলেজের (ঢাকা) অতিরিক্ত ডিআইজি মো. গোলাম রসুল, বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, পুলিশ টেলিকম (ঢাকা) এর অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজ, পুলিশ সুপার (পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত) গাজী জসিম উদ্দিন, পুলিশ সুপার (পিটিসি, টাঙ্গাইল) আবু নাছের মোহাম্মদ খালেদ, এন্টি টেররিজম ইউনিট; ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল করিম, সিআইডির অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল, টিডিএসের (ঢাকা) অতিরিক্ত ডিআইজি মোসলেহ উদ্দিন আহমেদ, পুলিশ স্টাফ কলেজ (ঢাকা) এর পুলিশ সুপার মো. ছিবগাত উল্লাহ, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, এসবির (ঢাকা) অতিরিক্ত ডিআইজি জি এম আজিজুর রহমান, মো. সরওয়ার, ট্যুরিস্ট পুলিশের এসপি সরদার নুরুল আমিন, রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মোরশেদ আলম, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মোস্তফা কামাল, পিবিআই (ঢাকা) এর অতিরিক্ত ডিআইজি মো. আবদুল মালেক, বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম (তিনি ১৪-৩-২০০৯ তারিখ থেকে ওএসডি), ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম, টাঙ্গাইল নৌ পুলিশের পুলিশ সুপার বি এম হারুন অর রশিদ, রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁঞা।
এছাড়া সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, পিবিআইয়ের পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আশরাফুর রহমান, এসবির (ঢাকা) বিশেষ পুলিশ সুপার মো. আলমগীর রহমান, নৌ পুলিশের এসপি (১৯-০৪-২০২০ তারিখ হতে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত) মো. জমশের আলী, এসবির (ঢাকা) বিশেষ পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মুশফেকুর রহমান, রাজশাহীর সারদার পুলিশ সুপার ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, সিআইডির অতিরিক্ত ডিআইজি তানভীর হায়দার চৌধুরী, পিবিআই (ঢাকা) এর অতিরিক্ত ডিআইজি মো. সায়েদুর রহমান, পুলিশ সুপার (আরআরএফ, চট্টগ্রাম) মো. মাহমুদুর রহমানও পদোন্নতি পেয়েছেন।
এ তালিকায় আরো রয়েছেন বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা; এপিবিএন (ঢাকা) এর অতিরিক্ত ডিআইজি এস এম ফজুলুর রহমান, এন্টি টেররিজম ইউনিট (ঢাকা) এর পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার (পুলিশ টেলিকম, ঢাকা) হারুন উর রশিদ হাযারী, সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত সিআইডির বিশেষ পুলিশ সুপার (৭-৪-২০১৫ তারিখ থেকে ওএসডি) মো. মঞ্জুর মোর্শেদ আলম, সারদার পুলিশ সুপার ফারুক আহমেদ, পুলিশ অধিদপ্তরের (ঢাকা) অতিরিক্ত ডিআইজি মো. আতাউল কিবরিয়া, পিটিসি খুলনার পুলিশ সুপার মো. ইসরাইল হাওলাদার।