৬নং নোয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাতের মতবিনিময় সভায় মানুষের ঢল!
- আপডেট সময় : ০২:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৬১ বার পড়া হয়েছে
মোঃসিয়াম : নোয়াখালী সদর উপজেলার আসন্ন ৬নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তার পরপরই প্রচার প্রচারণায় নেমেছে প্রার্থীরা।
তারই অংশ হিসেবে ৬নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত আজ (৮ নভেম্বর) চর উরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোটারদের সাথে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় হিন্দু মুসলিম নর-নারীর উপস্থিতিতে স্কুলের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।
এসময় মাওলানা ইয়াসিন আরাফাত প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে সবসময় আপনাদের সেবা করতে চাই। তিনি আরও বলেন, এই নির্বাচনে যাকে আপনাদের যোগ্য মনে হয় তাকেই আপনার মূল্যবান ভোট টি প্রদান করবেন, আর আপনাদের বিবেচনায় যদি আমি যোগ্য হই তাহলে আমাকে আপনার পবিত্র আমানত ভোট টি প্রদান করবেন। আমরা আমাদের ৬নং নোয়াখালী ইউনিয়ন কে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই।