৫-১১ বছরের শিশুদের টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন ইউএনও শরিফ উল্লাহ
- আপডেট সময় : ১২:১৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম থেকে কামরুল ইসলাম
চট্টগ্রামের লোহাগাড়ায় ৫-১১ বছরের শিশুদের টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১১ অক্টোবর সকালে উপজেলার চুনতি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ এবং লোহাগাড়া স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
৫-থেকে ১১বছরের শিশুরা স্বতস্ফুর্তভাবে ফাইজা টিকা গ্রহণ করছেন,সকাল ৯টা থেকে শিশুদের টিকা দান শুরু হয়, চলবে একটানা বিকেল ৩টা পর্যন্ত। আগামী ১২দিন ব্যাপী এ টিকাদান কর্মসূচি চলমান থাকবে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে।
টিকাদান কালে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শের আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোহাম্মদ আলী,আশিষ মোহরার সহ স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্রী মিমফা আকতার জানান, আমি আজকে টিকা নিয়েছি। এ বয়সে এ টিকা গ্রহণ আমার অনেক ভাল লাগছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
চুনতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাছিমা আকতার জানান, আমাদের বিদ্যালয়ে আজকে থেকে ৫-১১ বছরের শিক্ষার্থীরা টিকা নিচ্ছে। শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ। সবাই এ টিকা নিতে ছাত্র-ছাত্রীদের অভিভাবককে অবহিত করেছি। সুন্দরভাবে শিক্ষার্থীরা টিকা নিচ্ছে বলেও তিনি জানান।
আধুনগর মছদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা(ভারপ্রাপ্ত) বিনা রাণী দেবী জানান, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে ফাইজা টিকা গ্রহণ করছে। এ টিকা কার্যক্রম বর্তমান সরকারের জন্য অনেক বড় একটি সফলতা। আমরা চাই সকল শিক্ষার্থীরা এ টিকা গ্রহন করবে। আমরা সকল শিক্ষার্থীদের অভিভাবককে জানিয়ে দিয়েছি।
লোহাগাড়া স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ জানান, করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।বর্তমান সরকারের এটা মহৎ উদ্যোগ। বিশ্ব দরবারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভূমিকা প্রশংসিত হয়েছে।
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরকে ফাইজা টিকা আগামী ১৪ দিন দেওয়া হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিভাগ থেকে এ টিকা প্রদান করা হবে। বড়দের মত শিশুদেরও এ টিকা পেতে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সুরক্ষা ওয়েবপোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। টিকা কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে গেলেই মিলবে টিকা। কোনো শিক্ষার্থী বাদ না পড়ে সে ব্যাপারে আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে।
লোহাগাড়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, ৫ হতে ১১ বছরের সব শিশুদের ফাইজারের বিশেষ ধরনের টিকা গ্রহণের সুযোগ রয়েছে। করোনা
মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী পদক্ষেপের কারণে অনেক উন্নত দেশের চাইতে বাংলাদেশ অগ্রগামী। বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী এই ভূমিকা প্রশংসা কুড়িয়েছে। যথাসময়ে টিকা সংগ্রহ ও প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সফলতা বিশ্বে সমাদৃত হয়েছে।