৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে যাত্রাবাড়ীতে জাসদের আলোচনাসভা
- আপডেট সময় : ১১:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ৫৫ বার পড়া হয়েছে
আফতাব পারভেজ ডেস্ক নিউজ
সাংবিধানিক প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্র মোকাবেলা করার পাশাপাশি সমাজতান্ত্রিক নীতিতে অর্থনীতি দিয়ে অর্থনীতি ও জীবনজীবিকার সংকট সমাধান করতে হবে- ইনু
জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাসদ ঢাকা মহানগর পুর্ব কমিটির উদ্যোগে আজ ২৯ অক্টোবর ২০২২ শনিবার সকাল ১০:৩০টায় ঢাকার যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং বিশেষ অতিথি হিসাবে জাসদ কার্যকারী সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. রবিউল আলম বক্তব্য রাখেন। ঢাকা মহানগর পুর্ব কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, কোষাধক্ষ্য মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, ঢাকা মহানগর পুর্ব জাসদের সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হক ননীসহ জাসদের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। সভায় ১৪দলের স্থানীয় নেতা যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্না, ওর্য়ার্কাস পার্টির নেতা আনোয়ার আলী, বাকশালের মহাসচিব কাজী মুহাম্মদ জহিরুল কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনাসভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর পুর্বে জাসদের সহ-সভাপতি মাহবুবুর রহমান।
প্রধান অতিথি জনাব জনাব হাসানুল হক ইনু এমপি তার ভাষণে বলেন, বৈশ্বয়িক কারনে ডলার সংকট, নিত্যপণ্যের বাজার সংকট, বিদ্যুৎ সংকট এবং বিএনপি-জামাতের সংবিধান বানচাল ও অস্বাভাবিক সরকার আনার রাজনৈতিক সংকট দেশের রাজনীতি, অর্থনীতি, সাধারণ মানুষের জীবনজীবিকা বিপর্যস্ত করছে। এ পরিস্থিতিতে সাংবিধানিক ধারাবাহিকতা ও উন্নয়নের ধারা অব্যহত রাখার পাশাপাশি সমাজতান্ত্রিক নীতির ভিত্তিতে বৈশ্বয়িক কারনে সৃষ্ট বিদ্যুৎ, জ্বালানী, নিত্যপণ্যের বাজারসহ সব সংকট মোকাবেলা করতে হবে। তিনি বলেন বিদ্যমান সংকট মোকাবেলার সক্ষমতা বাংলাদেশের অর্থনীতির রয়েছে। এজন্য বাজার সিন্ডিকেট, দুর্নীতিবাজ, লুটেরাদের কঠোর হস্তে দমন করতে হবে। জনাব ইনু বলেন, বিএনপি-জামাতের কাছে সংকট মোকাবেলার কোন প্রস্তাব নেই। বিএনপি-জামাত মানুষের দুঃখ কষ্টকে পুজি করে যেনতেনভাবে ক্ষমতা দখলের অমানবিক অপরাজনীতি করছে। রাজনৈতিক স্থিতিশীলতা রাখতে বিএনপি-জামাতের সংবিধান বানচাল ও অস্বাভাবিক সরকার আনার চক্রান্তে সৃষ্ট রাজনৈতিক সংকট মোকাবেলা করতে ১৪ দলীয় জোটসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। জনাব ইনু জাসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী: সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাসদের সর্বস্তরের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে দুর্নীতি ও বৈষম্যের অবসানে সুশাসন ও সমাজতন্ত্রের প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেয়ার আহবান জানান।