ব্রেকিং নিউজঃ
৪ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার সীতাকুণ্ড

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২ ১০৫ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ালি নামক এলাকায় এক শিশুর লাশ উদ্ধার। বিস্তারিত জানতে গিয়ে জানাযায় চট্টগ্রাম উপজেলার ভাটিয়ালি নামক এলাকা থেকে ৪ মাস বয়সী এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করছে গাউছিয়া কমিটির সদস্যরা।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ালী ইউনিয়নের কদমরসুল এলাকায় একটি শিপ ইয়ার্ডের পাশে ভেসে আসা লাশটি উদ্ধার করা হয়।
গাউসিয়া কমিটির সদস্যরা লাশটি কুমিরা নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। কুমিরা নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক আকরাম উল্লাহ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।