হিজাব পরা ব্যাক্তিগত জীবনের অধিকার, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া, বিচারের ভার প্রধান বিচারপতির।।
- আপডেট সময় : ১১:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ৬৩ বার পড়া হয়েছে
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্টের রায় কে খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এর বিচারপতি সুধাংশু ধুলিয়া। তিনি বলেন কে কি পোশাক পরিধান করবে সেটি তার ব্যক্তিগত জীবনের অধিকার। এই ব্যাক্তিগত জীবন টি কে আরো কঠিন করে তোলার কাজ করা ঠিক নয় বলে মনে করেন। এবং হিজাব পরে ইস্কুল ও কলেজে পড়াশোনা করা এটি অন্যায় নয়। এখানে বাধা সৃষ্টি করা মানে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সমান হবে বলে মনে করেন। কিন্তু এই ডিভিশন বেঞ্চ এর অপর বিচারপতি হেমন্ত গুপ্ত কর্ণাটক রাজ্যের হাইকোর্টের রায় কে খারিজ করে না দেওয়ার ফলে এই হিজাব পরা রায়টি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি র বেঞ্চ এ ঠেলে দেওয়া হয়েছে। এখানে বিচারপতি হেমন্ত গুপ্ত বলেন কর্ণাটক রাজ্যের হাইকোর্টের রায় যে ভাবে দিয়েছেন তা সারা বিশ্বে র ঘটনাবলী র কথা চিন্তা করে দিয়েছে। তিনি ফ্রান্সের ও আরো কিছু দেশের হিজাব পরা নিষিদ্ধ ইস্কুল ও কলেজের ক্ষেত্রে তা তুলে ধরেন। তাই দুই বিচারপতি র দুটি দিক খেতিয়ে দেখার জন্য ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাছে রায় দানের জন্য পাঠানো হয়।।