হাসানুল হক ইনুর নিরাপত্তা ও আত্মপক্ষ সমর্থণের আইনি অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান
- আপডেট সময় : ১১:৪৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
🔤 হাসানুল হক ইনুর নিরাপত্তা ও আত্মপক্ষ সমর্থণের আইনি অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান
বার্তা প্রেরক:সাজ্জাদ হোসেন,দফতর সম্পাদক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটি আজ ২৬ আগস্ট ২০২৪ সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে যে, আজ ২৬ আগস্ট দুপুরে জাসদ সভাপতি জনাব হাসানুল হক ইনু উত্তরায় তার এক আত্মীয়ের বাসায় গেলে বিকালে সেখান থেকে তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে ঢাকামহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়। সম্প্রতি প্রাথমিক তদন্ত ছাড়াই ঢালাওভাবে দায়ের করা কয়েকটা হত্যা মামলায় জনাব হাসানুল হক ইনুর নাম যুক্ত করা হয়েছে। জাসদ কেন্দ্রীয় কমিটি পুলিশি হেফাজতে জনাব হাসানুল হক ইনুর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাকে দ্রুত আদালতে হাজির করাসহ তার আত্মপক্ষ সমর্থনের আইনি অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানাচ্ছে।