স্পন্সর দুর্নীতি ‘র বাংলাদেশের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন জর্জা মেলোনি
- আপডেট সময় : ০৭:৫১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
ইতালি’র প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলেন দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ আসে বাংলাদেশ থেকে৷ ইটালির শ্রমভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন জর্জা মেলোনি৷
স্পন্সর আইনের অধীনে কাজের কন্ট্রাক্ট ছাড়া ভিসা পেল ইতালিতে ঢুকতে দেবে না কোন বিদেশীকে। ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি সরাসরি বলেন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্পন্সর আবেদন করা হয়েছে এবং অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ইতালিতে এসেছেন।১৯৯৮ সালে প্রণীত বস্সিফিনি আইন পরিবর্তন করে কাজের কন্টাক ছাড়া স্পন্সর ভিসা পেলেও কাউকে ঢুকতে দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলনী। একজন প্রধানমন্ত্রী হয়েও তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এই আইন পরিবর্তনের কথা উল্লেখ করেন। তিনি কূটনৈতিকদের বরাত দিয়ে বলেন, আমরা আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশিরা অর্থের বিনিময়ে স্পন্সর ভিসা এবং অবৈধভাবে ইতালিতে এসে থাকে। গত বছরগুলোতে একমাত্র দেশ বাংলাদেশ যারা সবচেয়ে বেশি অবৈধভাবে ইতালিতে এসেছে।
ফলে প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারা আবারও সতর্ক করে দিয়েছেন বাংলাদেশীদের। চলতি বছর ইতালিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশ রয়েছে শীর্ষস্থানে। এছাড়া স্পন্সর ভিসার জন্য সর্বাধিক বাংলাদেশেরই আবেদন করে থাকে। বিশেষ করে, নাপোলি অঞ্চলে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেছেন। গত ৩১শে মে পর্যন্ত এই পাঁচ মাসে শুধু ভূমধ্যসাগর দিয়েই এসেছেন ৪ হাজার ৩৮৭ জন বাংলাদেশী। মোট এসেছে বিশ হাজার ৮৬৫ অবৈধ অভিবাসী।এতে বুজা যায় বাংলাদেশিদের জন্য ইতালিতে প্রবেশ ও রাজনৈতিক আশ্রয় কঠিন হচ্ছে।