সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মানিকের, ইডির গ্রেপ্তার বৈধ সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।।
- আপডেট সময় : ০৯:৫৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ৬৩ বার পড়া হয়েছে
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল সাবেক পশ্চিম বাংলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মানিক ভট্টাচার্য। আজ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি দেওয়ার জন্য যে ব্যাপক ভাবে আর্থিক লেনদেন হয়েছে তার পরিপ্রেক্ষিতে দোষী সাব্যস্ত হওয়ার কারণে গ্রেপ্তার করা হয় মানিক ভট্টাচার্য কে। আজ মানিক ভট্টাচার্যের গ্রেপ্তার কে অবৈধ ঘোষণা করার জন্য ভারতের সর্বোচ্চ আদালতে আর্জি জানান মানিক ভট্টাচার্য এর আইনজীবী শ্রী মুকুল রোহতাগি। এবং মানিক ভট্টাচার্য এর জামিনের বিরুদ্ধে সওয়াল করেন ইডির আইনজীবী তুষার মেহতা। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এর দুই বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বিক্রম নাথ সাফ জানিয়ে দেন যে ইডির গ্রেপ্তার করা মোটেই বেআইনি হয়নি মানিক ভট্টাচার্য এর ক্ষেত্রে। কারণ বেআইনি ভাবে কোটি কোটি টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যে চাকরি দেওয়া হয়েছে তার পুর্নাঙ্গ তদন্ত করতে পারবে ইডি। এর ফলে মুখ পুড়েছে মানিক ভট্টাচার্য এর ক্ষেত্রে রাজ্যে সরকারের রিট আবেদন। গত ১০,ই, অক্টোবর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মানিক ভট্টাচার্য কে গ্রেপ্তার করে ইডি।আজকের রায়ের ফলে তাকে আবার শ্রী ঘরে থাকতে হবে।।