সুন্দরবন কে ভালোবেসে ম্যানগ্রোভ চারাগাছ কে পুজো দিয়ে ভাঁইফোঁটা
- আপডেট সময় : ০৩:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
কুতুব উদ্দিন মোল্লা,গোসাবা
রবিবার সকালে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের বালি ২ নম্বর দ্বীপের পার্বতী মন্ডল,যমুনা মন্ডল,বৃহষ্পতি মন্ডল,রাধারাণী মন্ডল’রা।এদিন সকালে সুন্দরবনের ম্যানগ্রোভের গায়ে চন্দনের ফোঁটা,ফুলদূর্ব্বা দিয়ে মঙ্গল কামনা জানিয়ে ভাইফোঁটা পালন করলেন। পাশাপাশি এলাকার পরিতোষ মন্ডল,গৌতম নস্কর সহ অন্যান্যদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে শুরু করলেন বিদ্যাধরী নদীর চড়ে ম্যানগ্রোভ রোপনের কাজ। এদিন বিস্তৃর্ণ এলাকাজুড়ে কয়েক হাজার ম্যানগ্রোভ চারাগাছ রোপণ করেন তাঁরা।প্রত্যন্ত সুন্দরবনের বালি দ্বীপের মহিলাদের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বিগত দিনে আয়লা,ফণি,বুলবুল,আম্ফান,ইয়াস,তিতলী,ডানা নামক একাধিক প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনের বুকে ব্যাপক ভাবে তান্ডব চালিয়ে আক্রমণ করে তছনছ করে দিয়েছে।তান্ডবে অসংখ্য ম্যানগ্রোভ নষ্ট হয়ে পড়ে। পাশাপাশি এলাকার দুষ্কৃতিরা রাতের অন্ধকারে ম্যানগ্রোভ চুরি করে ধ্বংসের পথে এগিয়ে দিচ্ছে বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী বাদাবন রয়্যাল বেঙ্গল টাইগারের আস্তানা সুন্দরবন কে।এমত অবস্থায় যাতে করে সুন্দরবন রক্ষা করা যায় সেই উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন বালি ২ দ্বীপের ‘সুন্দরবন ফাউন্ডেশান’। বিগত দিনে এলাকার বিভিন্ন স্থানে হাজার হাজার ম্যানগ্রোভ বৃক্ষ রোপণ করেছেন তাঁরা।বৃক্ষরোপণ করে সুন্দরবন বাঁচানো জরুরী এমন বার্তা পৌঁছে দিতে এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল সুন্দরবন ফাউন্ডেশান। তাদের উদ্যোগে এলাকার মহিলারা নার্শারীতে তৈরী করছিলেন বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ চারা গাছ।রবিবার সকালে সেই সমস্ত ম্যানগ্রোভ চারাগাছ নিয়ে এলাকার মহিলারা হাজীর হয় বিদ্যাধরী নদীর তীরে। সেখানে স্নান সেরে সুচিবস্ত্র পরে,গাছ কে ধূপ,ফুলদূর্বা চন্দনের ফোঁটা এবং মিষ্টি দিয়ে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে ভাইফোঁটা পালন করেন।পরে সকল মহিলারা মিলিত ভাবে কয়েক হাজার ম্যানগ্রোভ চারাগাছ রোপণ করেন বিদ্যাধরী নদীর চরে।
এমন বিরল ভাইফোঁটা সম্পর্কে সুন্দরবন ফাউন্ডেশানের অন্যতম অধিকর্তা প্রসেনজিৎ মন্ডল বলেন ‘সুন্দরবনের নদীবাঁধ রক্ষা করা এবং ম্যানগ্রোভ রোপণ অত্যন্ত জরুরী। তা না হলে অচিরে বিলীন হয়ে যাবে ঐতিহ্যবাহী সুন্দরবন। আর সেই কারণে সুন্দরবন ফাউন্ডেশানের উদ্যোগে গাছের সাথে গ্রামের মহিলাদের ভাই সম্পর্ক বন্ধনে আবদ্ধ করে ভাইফোঁটা’র মধ্যদিয়ে ম্যানগ্রোভ চারাগাছ রোপণ করা হয়েছে।তাছাড়াও একমাত্র মহিলারাই পারেন সমাজ কে কলঙ্ক মুক্ত করে এগিয়ে নিয়ে যেতে। কারণ তাঁরা মায়ের সমতুল্য।মা তার শিশু কে লালনপালন করে বড় করে তোলেন। সেই কারণে যাতে করে গ্রামের মায়েরা ম্যানগ্রোভ রোপণে উদ্যোগী হয় তার জন্য এমন অভিনব উপায়ে ম্যানগ্রোভ চারাগাছ রোপণ করার কাজ শুরু হয়েছে এবং ধারাবাহিক ভাবে চলবে।