সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি মিলন সম্পাদক হানিফ
- আপডেট সময় : ০৬:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
আমির হোসেন,
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দি বাংলাদেশ টুডে ও দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি একে মিলন আহমেদ, সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাই টিভি ও দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি আবু হানিফ।
রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে ভোট গ্রহনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। অনলাইন প্রেসক্লাবের ৫১ জন সদস্য সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৪ জন প্রার্থী ৬ টি পদের জন্য লড়াই করেন। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন ও গণণা শেষে প্রিজাইডিং অফিসার এলজিডি স্যোসাল অর্গানাইজার মোঃ সিরাজুল ইসলাম বিজয়ীদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নির্বাচনে ২৯ ভোট পেয়ে একে মিলন আহমেদ সভাপতি নির্বাচিত হন। সভাপতি পদে অপর প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ২১ ভোট পেয়েছেন।
নির্বাচনে ৩০ ভোট পেয়ে আবু হানিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী মোঃ আফজাল হোসেন ১৯ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম এ মোতালিব ভূইয়া পেয়েছেন ৩৪ ভোট, সহ সভাপতি পদে মাহফুজুর রহমান সজীব পেয়েছেন ২০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হোসেন শরীফ পেয়েছেন ১৭ ভোট, সহ সভাপতি পদে উস্তার আলী পেয়েছেন ৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান বদরুল ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম তাজুল ইসলাম তারেক ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশাররফ হোসেন লিটন ১০ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু জাহান তালুকদার ১৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আলী হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কল্যাণ ব্রত রিংকু চৌধুরী ২২ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মঈনুল হক ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপলু রজ্ঞন দাস ১৯ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রচার সম্পাদক হাকিম আপ্তাব উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তুষার আহমেদ টিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম, নির্বাহী সদস্য আমিনুর রহমান জিল্লু।