সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিক্ষিকা বদলিতে অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ১২:০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ৪৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষিকা ফাহমিদা ফেরদৌসের বদলিতে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষিকা কাছ থেকে উৎকোচ নিয়ে বদলি করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারেন কাছে লিখিত অভিযোগ নূরপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আবিদা সুলতানা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নাগরিক সমাজ।
আবিদা সুলতানা বাড়ির কাছাকাছি ক্লাস নেয়ার সুবিধা পেতে বদলি করার আবেদন করেন। নিয়ম রয়েছে, সবচেয়ে সিনিয়রদের পদাধিকার বলে অন্যত্র বদলি করার, কিন্তু নিয়ম না মেনেই উৎকোচ নিয়ে জুনিয়র অনেক শিক্ষিকা কে বদলি করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।
আবিদা সুলতানা বলেন, ‘আমি এ বছর বদলির জন্য আবেদন করেছিলাম। সিনিয়রিটির ভিত্তিতে আমাকে বদলি না করে অন্য একজনকে আমার জায়গায় বদলি করা হয়েছে এবং নিয়ম বহির্ভূতভাবে অনেকেই বদলি হয়েছে।’
এই অভিযোগের তীর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা ও প্রভাবশালীদের দিকে। অনেক ভুক্তভোগী শিক্ষকরা চাকরি হারানোর ভয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন। সচেতন নাগরিকরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক বদলিতে অনৈতিক লেনদেন হয়ে আসছে বলে অভিযোগ হচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা জানান ফাহমিদা ফেরদৌসের বদলির বিষয়টি অস্বাভাবিক মনে হয়েছিল আমরা বাতিল করেছিলাম কিন্তু বাতিল হয়েছে কি না আমি জানি না।