সিলেট মহানগর জাসদ সভাপতি মিশফাক চৌধুরীর মৃত্যুতে জাসদের শোক।
- আপডেট সময় : ১১:২১:২১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
মোঃ পজিরুল ইসলাম স্টাফ রিপোর্টার ।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু আজ ৫ নভেম্বর ২০২২ শনিবার ভোরে ৫টায় সিলেট শহরের রায়নগর আবাসিক এলাকায় বসুন্ধরা-৩৪ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহির রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ আত্মীয়-স্বজন-অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব হযরত শাহজালাল (র) মাজার সংলগ্ন মসজিদে মরহুমের জানাজা শেষে দরগাহ কবরস্থানে দাফন করা হবে।
জাসদের শোক
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ৫ নভেম্বর ২০২২ শনিবার এক শোকবার্তায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, মিশফাক আহমদ চৌধুরী মিশু জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের রাজনীতি করেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী. অসম্পদায়িক মানুষ ছিলেন। তিনি, রাজনীতিতে নিবেদিতপ্রাণ, ত্যাগী, সংগ্রামী নেতা ছিলেন। তারা বলেন, প্রয়াত মিশফাক আহমদ চৌধুরী মিশু সকল ধরণের বিভ্রান্তি, লোভ, মোহ, স্বার্থকে উপেক্ষা করে জীবনের শেষদিন পর্যন্ত জাসদের পতাকা সমুন্নত রেখে সমাজের শোষন ও বঞ্চনার অবসানে লড়াই করে গেছেন।