সিলেট বিভাগে উপজেলা নির্বাচনে অংশ গ্রহনে বিএনপির ৯ নেতা বহিষ্কার

- আপডেট সময় : ০৭:৩১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে

দলীয় সিদ্ধান্তকে অমান্য করে সিলেট বিভাগের প্রথম ধাপের উপজেলা বির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ জন নেতা-নেত্রীকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হলো।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শুক্রবার এক স্বাক্ষরিত ও প্রেরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়।
বহিস্কিৃতরা হলেন-যুক্তরাজ্য বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি’র নেতা সেবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খান, সুনসামগঞ্জ জেলা মহিলা দরের সহ সভাপতি ও দিরাই উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ছবি চৌধুরী, মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার মহিলা দলের সাধারণ সম্পাদক রাহেলা বেগম হাসনা, সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র দাস, সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না বেগম হেনা, বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাউছার খান।