সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র সাথে ব্যাচ’ ৯১ ও ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়।।
- আপডেট সময় : ১১:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
আফতাব পারভেজ
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেহেদী হাসান খানের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন এস.এস.সি. ব্যাচ’৯১ ও ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ।
ভেড়ামারার কৃতি সন্তান, এস.এস.সি. ৯১ ব্যাচের সদস্য এবং ভেড়ামারা সমিতি ঢাকা’র আজীবন সদস্য অধ্যাপক ড. মেহেদী হাসান খান সম্প্রতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন।
ভেড়ামারা সমিতি ঢাকা‘র সহ-সভাপতি ও উপসচিব সাইদুর রশিদ তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত ভেড়ামারার সন্তানেরা উপস্থিত ছিলেন।
এস.এস.সি. ৯১ ব্যাচের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মেহেদী হাসান খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ভেড়ামারা সমিতি ঢাকা’র পক্ষ থেকে সমিতির মহাসচিব ও এস.পি মেহেদী হাসান সুমন অধ্যাপক ড. মেহেদী হাসান খানকে অভিনন্দন জানান এবং তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
উল্লেখ্য, ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার হাজী মহিউদ্দীন খান ও বিলকিস বানু’র বড় ছেলে মেহেদী হাসান খান ১৯৯১ সালে ভেড়ামারা হাইস্কুল থেকে এস.এস.সি. এবং ১৯৯৩ সালে নটরডেম কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করেন।
এরপর ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিভাগে অনার্স এবং ২০০১ সালে বায়ো-কেমিস্ট্রিতে মাস্টার্স সম্পন্ন করেন।
তিনি ২০১০ সালে যুক্তরাজ্যের নিউ ক্যাসেল ইউনির্ভাসিটি থেকে প্রাণী পুষ্টি বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন।