সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা মহড়া-২০২৫ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিবেদন –
এবিসি ন্যাশনাল নিউজ
গত ২৩ জুলাই ২০২৫ তারিখে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজন করা হয় ‘নিরাপত্তা মহড়া-২০২৫’। বিমানবন্দরের সার্বিক তত্ত্বাবধানে ও বিভিন্ন বাহিনীর সমন্বিত অংশগ্রহণে এ মহড়াটি বাস্তবায়িত হয়।
এই মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি বিশেষায়িত দল, যার মধ্যে ছিল স্ট্রাইকিং ফোর্স ও বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), এপিবিএন, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, সোয়াট টিম এবং বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা দল সক্রিয়ভাবে অংশ নেয়।
মহড়ার মূল লক্ষ্য ছিল—
বিমানবন্দরে সম্ভাব্য বোমা বা সন্দেহজনক বস্তু শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ কৌশল অনুশীলন,
সম্মানিত যাত্রীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ,
এবং বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা যাচাই।
এই মহড়া সাধারণ যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অপারেশনাল সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় এ ধরনের বাস্তবভিত্তিক মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















