ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
আগামীর বাংলাদেশ বিনলছিটিতেনির্মান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে প্রাইভেট কার উল্টে যুবকের মৃত্যু, আহত ৭ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে নিহত-১, আহত-৭ জন । আ’লীগের আমলে ঘরে কোরআন-হাদিস রাখা যায়নি– ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বললেন –জামায়াত নেতা দেলাওয়ার, পঞ্চগড়ে যুব অধিকার পরিষদের মানববন্ধন পালিত বটিয়াঘাটায় কচুবুনিয়ায় শহররক্ষা বেড়ীবাঁধে ভাঙ্গন রোধে কাজ শুরু । রাজশাাহী দলকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পার্বতীপুর বায়তুল মোকাররমে সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংকট সমাধানে পদক্ষেপ নিন__ মুফতি আশরাফুল ইসলাম নওগাঁর বালুভরা গ্রামে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন নামে এক শিশুর মৃত্যু বটিয়াঘাটায় ৩’শ গ্ৰাম গাঁজা সহ একজন আটক ।

সিরাজগঞ্জ বেলকুচিতে দৃষ্টিনন্দন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ।

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ-বেলকুচি পৌরসদরে গেলেই চোখ আটকে যাবে দৃষ্টিনন্দন এক স্থাপনায়। তা হলো আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ। মসজিদ ভবনটি দেখামাত্রই মনে হবে, এটা সৃষ্টি ও স্রষ্টার একাত্ম হওয়ার এক শান্তিপূর্ণ স্থান। ২০১৬ সালের সেপ্টেম্বরে মুকুন্দগাতী গ্রামের শিল্পপতি মোহাম্মদ আলী সরকার বেলকুচি পৌরভবন সংলগ্ন দক্ষিণে আড়াই বিঘা জমির ওপর তার ছেলে আল-আমান ও মা বাহেলা খাতুনের নামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ৩০ কোটি টাকা ব্যয় করে নয়নাভিরাম এ মসজিদ নির্মিত হয়। মসজিদটি নির্মাণে সময় লেগেছে চার বছর।

 

মসজিদে ছাই রঙের বিশালাকৃতির মনোরম একটি গম্বুজ রয়েছে। মেঝেতে সাদা রঙের ঝকঝকে টাইলস এবং পিলারগুলো মার্বেল পাথরে জড়ানো। তৃতীয় তলায় গম্বুজে সঙ্গে লাগোয়া বেশ কয়েকটি নজরকাড়া ঝাড়বাতি লাগানো হয়েছে। দুই পাশে ১১তলার সমান (১১০ ফুট) উচ্চতার মিনার থেকে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে চারদিকে। দূর থেকেই মসজিদের গম্বুজ ও মিনার দুটি নজর কাড়ে।

 

চারপাশে সাদা রঙের পিলার, সুউচ্চ জানালা ও সাদা টাইলস। মসজিদ চত্বরে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে সবুজ ঘাস। চার পাশে রংবেরঙের লাইটিংয়ে রাতের বেলা এক অন্যরকম আবহের সৃষ্টি হয়। সব মিলিয়ে পরিবেশটাই মনে করিয়ে দেবে এক আধ্যাত্মিক শান্তির কথা।

 

ইমাম ও মুয়াজ্জিনদের থাকার জন্য মসজিদের পাশে রয়েছে নিজস্ব কোয়ার্টার। আছে পাঠাগার ও আধুনিক শৌচাগার। সেই সঙ্গে প্রবেশ পথের দুই সিঁড়ির পাশে কাচে ঘেরা অটো ফিল্টার করা পানি দিয়ে আছে ওজুর ব্যবস্থা। ইতালি ও ভারত থেকে আনা মার্বেল পাথরসহ কাঠের কারুকাজে মসজিদের বিভিন্ন স্থানকে আকর্ষণীয় করতে নান্দনিক নকশার কাজ করা হয়েছে। বিশেষ করে মসজিদের সামনের সুউচ্চ দুটি সিঁড়ি, নান্দনিক প্রবেশপথ ও প্রধান ফটক যে কারও দৃষ্টি কাড়বে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদটির নির্মাণকারী প্রয়াত আলহাজ মোহাম্মদ আলী সরকারের পরিবারের এক সদস্য বলেন, ‘আল্লাহর ঘর নির্মাণে আমরা কাজ করেছি। নিজেদের প্রচার চাই না। তবে এ মসজিদ নির্মাণের উদ্যোক্তা আলহাজ মোহাম্মদ আলী সরকার বেঁচে থাকলে তিনি এখানে নামাজ আদায় করতে পারতেন। সেটা দেখতে পেলে বেশি ভালো লাগত।’

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজগঞ্জ বেলকুচিতে দৃষ্টিনন্দন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ।

আপডেট সময় : ১১:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জ-বেলকুচি পৌরসদরে গেলেই চোখ আটকে যাবে দৃষ্টিনন্দন এক স্থাপনায়। তা হলো আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ। মসজিদ ভবনটি দেখামাত্রই মনে হবে, এটা সৃষ্টি ও স্রষ্টার একাত্ম হওয়ার এক শান্তিপূর্ণ স্থান। ২০১৬ সালের সেপ্টেম্বরে মুকুন্দগাতী গ্রামের শিল্পপতি মোহাম্মদ আলী সরকার বেলকুচি পৌরভবন সংলগ্ন দক্ষিণে আড়াই বিঘা জমির ওপর তার ছেলে আল-আমান ও মা বাহেলা খাতুনের নামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ৩০ কোটি টাকা ব্যয় করে নয়নাভিরাম এ মসজিদ নির্মিত হয়। মসজিদটি নির্মাণে সময় লেগেছে চার বছর।

 

মসজিদে ছাই রঙের বিশালাকৃতির মনোরম একটি গম্বুজ রয়েছে। মেঝেতে সাদা রঙের ঝকঝকে টাইলস এবং পিলারগুলো মার্বেল পাথরে জড়ানো। তৃতীয় তলায় গম্বুজে সঙ্গে লাগোয়া বেশ কয়েকটি নজরকাড়া ঝাড়বাতি লাগানো হয়েছে। দুই পাশে ১১তলার সমান (১১০ ফুট) উচ্চতার মিনার থেকে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে চারদিকে। দূর থেকেই মসজিদের গম্বুজ ও মিনার দুটি নজর কাড়ে।

 

চারপাশে সাদা রঙের পিলার, সুউচ্চ জানালা ও সাদা টাইলস। মসজিদ চত্বরে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে সবুজ ঘাস। চার পাশে রংবেরঙের লাইটিংয়ে রাতের বেলা এক অন্যরকম আবহের সৃষ্টি হয়। সব মিলিয়ে পরিবেশটাই মনে করিয়ে দেবে এক আধ্যাত্মিক শান্তির কথা।

 

ইমাম ও মুয়াজ্জিনদের থাকার জন্য মসজিদের পাশে রয়েছে নিজস্ব কোয়ার্টার। আছে পাঠাগার ও আধুনিক শৌচাগার। সেই সঙ্গে প্রবেশ পথের দুই সিঁড়ির পাশে কাচে ঘেরা অটো ফিল্টার করা পানি দিয়ে আছে ওজুর ব্যবস্থা। ইতালি ও ভারত থেকে আনা মার্বেল পাথরসহ কাঠের কারুকাজে মসজিদের বিভিন্ন স্থানকে আকর্ষণীয় করতে নান্দনিক নকশার কাজ করা হয়েছে। বিশেষ করে মসজিদের সামনের সুউচ্চ দুটি সিঁড়ি, নান্দনিক প্রবেশপথ ও প্রধান ফটক যে কারও দৃষ্টি কাড়বে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদটির নির্মাণকারী প্রয়াত আলহাজ মোহাম্মদ আলী সরকারের পরিবারের এক সদস্য বলেন, ‘আল্লাহর ঘর নির্মাণে আমরা কাজ করেছি। নিজেদের প্রচার চাই না। তবে এ মসজিদ নির্মাণের উদ্যোক্তা আলহাজ মোহাম্মদ আলী সরকার বেঁচে থাকলে তিনি এখানে নামাজ আদায় করতে পারতেন। সেটা দেখতে পেলে বেশি ভালো লাগত।’

শেয়ার করুন