সাফ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ভেড়ামারার কৃতি মাহিন কে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
আফতাব পারভেজ- কুষ্টিয়া ভেড়ামারার কৃতি সন্তান বাহিরচর ইউনিয়ন এর বারোদাগ ফেরিঘাট এলাকার জিয়ারুল ইসলাম এবং সফল মাতা রুপালি খাতুন এর বড় পুত্র মাহিন সাফ ফুটবল টুর্নামেন্টে-২০২৪ চ্যাম্পিয়ন হাওয়ায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে মাহিন ইসলাম কে আজ সকালে সংবর্ধনা প্রদান করা হয়। ফুটবল খেলায় গোলরক্ষক এর ভূমিকা অন্যতম।
মাহিন ২০১৮ সাথে ফুটবল খেলা শুরু করেন ভেড়ামারার ঐতিহ্যবাহী গ্যারেজ মাঠ এ। ২০১৯ বিকেএসপিতে ভর্তি হয়। ২০২২সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অনুর্ধ ১৭ – সাফ গেমস শ্রীলঙ্কায় খেলেছেন পরবর্তী তে ২০২৩ সালে নেপাল এবং ২০২৪ সালে সাফ গেমস এ চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করেন।
গোলরক্ষকের মূল কাজ হচ্ছে নিজেদের দলের গোলপোস্ট সুরক্ষিত রাখা এবং বিপক্ষ দলকে গোলদানে বিধিসম্মত বাধা দেয়া আর ২০২৪ সালের দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব -২০ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ভেড়ামারার কৃতি সন্তান মাহিন ইসলাম আমাদের ভেড়ামারার ছেলে।
উদ্দীয়মান খেলোয়াড় হিসেবে সে ভেড়ামারা তথা দেশের মুখ উজ্জ্বল করেছেন মাহিন ইসলাম।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকগণ মাহিন ইসলাম এর সাফল্য কামনা করেন।