সান্তাহার ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫!!
- আপডেট সময় : ১১:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২ ৮২ বার পড়া হয়েছে
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার হয়েছে পুলিশ। সোমবার ভোরে সান্তাহার পৌর এলাকার পৌঁওতা রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি রশি, একটি ছুড়ি, একটি হাসুয়া, তিনটি বাঁশের লাঠি, দুইটি লোহার রড, চারটি মোবাইল ফোনসহ একটি ব্যাটারি চালিত অটো রিক্সা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- সান্তাহার ইয়ার্ড কলোনির মৃত আরদ্দি প্রাং ছেলে আবদুস সালাম (২৮) একাই এলাকার বোরহান উদ্দিনের ছেলে সম্রাট (২৪), সান্তাহার হাউজিং কলোনির মৃত আলম হোসেনের ছেলে সুজন (৩০), পৌর শহরের বড় মালশন এলাকার হায়দার আলীর ছেলে মোতালেব (২৪), নওগাঁ জেলার খাগড়া বটতলীর মৃত হাবিবের ছেলে কামাল ওরফে জামাল (২২)।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল কাদের জিলানী জানান, সান্তাহার পৌর শহরের পৌঁওতা রেলগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ৫ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয়অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়েরের পর সোমবার বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।