সান্তাহার জংশন স্টেশানে যাত্রীরা ব্যবহার করে না রেলওয়ের ফুটওভারব্রিজ

- আপডেট সময় : ১০:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংসন স্টেশনে যাত্রীরা রেলওয়ের নিয়ম মেনে স্টেশন চত্বরে পারপার হচ্ছে না। ঐতিহ্যবাহী ও বৃটিশ আমলে নির্মিত এই স্টেশনে যাত্রী পারাপারের জন্য দুটি প্রায় ২০ ফুট উঁচু ফুট ওভার ব্রিজ আছে। কিন্তু অধিকাংশ যাত্রীরা সেই ওভারব্রিজ ব্যবহার না করে এক প্লাটিফর্ম থেকে আরেক প্লাটফর্ম ব্যবহার করে। ফলে অনেকটা ঝুঁকি নিয়ে স্টেশন পারাপর হচ্ছে প্রতিদিন শত শত যাত্রী ও সাধারণ মানুষ। তবে ওভারব্রিজ ব্যবহারে সচেতনামূলক প্রচারের দাবি করছেন যাত্রীরা। সান্তাহার স্টেশন মাস্টার অফিস সূত্রে জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে যাত্রীদের আরামদায়ক রেল ভ্রমণ নিশ্চিত করতে এবং স্টেশন আধুনিকীকরণ করতে সরকার সান্তাহার জংশন স্টেশনসহ ৫৫ টি রেলওয়ে স্টেশন আধুনিকায়নের একটি প্রকল্পের উদ্যোগ নেন। সেই প্রকল্পের আওতায় সান্তাহার জংশন স্টেশন আধুনিকীকরণ ও স্টেশন প্রশস্তকরণ ও উচুকরণের জন্য ৬ কেটি ২০ লক্ষ টাকার প্রকল্পের কাজ শেষ হয়েছে। স্টেশন হয়েছে মনোমুগ্ধকর। রেলওয়ের নিয়মানুযায়ী স্টেশন পারাপারের ক্ষেত্রে যাত্রীরা নির্ধারিত ফুটওভারব্রিজ ব্যবহার করে এক প্লাটফর্ম থেকে আরেক প্লাটফর্মে যাতায়াত করবে। কিন্তু সান্তাহার জংশন স্টেশনে অধিকাংশ যাত্রীরা সেই নিয়ম না মেনে আইন ভঙ্গ করছে এবং প্রচন্ড ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। সান্তাহার জংশন স্টেশনে রয়েছে দুটি প্রাচীন ফুটওভারব্রিজ। একটি ১ নং প্লাটফর্ম থেকে উঠে ৩/৪ নম্বর প্লাটফর্মে গিয়ে নেমেছে। আরেকটি মিটারগ্রেজ প্লাটফর্মে রয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সান্তাহার স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিটঘরের উত্তরপাশে সীমানা প্রাচীরের ফটক থেকে স্টেশনে প্রায় ঢুকে প্রায় শতাধিক যাত্রী ১ নং প্লাটফর্ম থেকে রেললাইনের উপর দিয়ে হেঁটে ৩ নং উঁচু প্লাটফর্মে উঠছে ট্রেনে ওঠার জন্য। প্রায় সবার কাছে ভারি ব্যাগ ও অনান্য জিনিস। তার মধ্যে কয়েকজন। মহিলা ও বয়স্ক যাত্রীও ছিলেন।
তার একটু পরেই আন্তঃনগর বরেন্দ্র ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। অল্পের জন্য রক্ষা পায় অনেক যাত্রী। যাত্রীরা ৪/৫ নম্বর প্লাটফর্মে ও উর্দু প্লাটফর্ম ব্যবহার করছে ফুট ওভারব্রিজ থাকার পরেও। নওগাঁ থেকে সান্তাহার স্টেশনে এমনিভাবে প্রবেশ করা এক যাত্রী সোহেল হোসেনকে ওভারব্রিজ ব্যবহারের কথা বলতে তিনি বলেন, ভাই, ভুল হয়ে গেছে। তাছাড়া ফুট ওভারব্রিজটা একটু দূরে। আগের চেয়ে স্টেশন উর্দু হওয়ায় যাত্রীদের অনেক কউ হচ্ছে প্লাটফর্মে ওঠার। কিন্তু স্টেশন কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ফুটভোরব্রিজ দিয়েই চলাচল করতে হবে। সান্তাহার জংশন স্টেশনের স্টেশন মাস্টার হাবিবুর রহমান জানান, আমরা অনেক সাবধান করি যাত্রীদের এ বিষয়ে। কথা শোনে না। তবে আমরা যাত্রীদের ফুটওভারব্রিজ ব্যবহারে আরো সচেতনমূলক প্রচারের ব্যবস্থা নেব।