ব্রেকিং নিউজঃ
সান্তাহারে নেশার এ্যাম্পলসহ যুবক গ্রেফতার!!

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বাপ্পী
আদমদীঘির সান্তাহারে সাত পিস নেশার এ্যাম্পলসহ রাব্বি আলামিন ওরফে মিসু (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গ্রেফতরকৃত রাব্বি আলামিন ওরফে মিসু সাঁতাহার এলাকার লালু মন্ডলের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার ইয়ার্ড কলোনী জােেম মসজিদের সামনে থেকে তাকে এ্যাম্পলসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সোর্সেস মাধ্য্যমে খবর পেয়ে সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় অবস্থিত জামে মসজিদের সামনে রাস্তায় মাদক বিক্রি করার সময় রাব্বি আলামিন ওরফে মিনু নামের যুবককে আটক করার পর তার শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা সাত পিস নেশার এ্যাম্পলসহ তাকে গ্রেফতার করা হয়েছ।
এ ব্যাপারে থানায় মামদক আইনে মামলা দায়ের করার পর তাকে গত শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে বলে অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান।