সাতকানিয়া সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত দুই
- আপডেট সময় : ১২:২২:১১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ৫২ বার পড়া হয়েছে
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। নিহতের নাম মো. আলমগীর হোসেন।
একই দুর্ঘটনায় রিকশাচালকসহ দুইজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকাল তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ অল কেয়ার হসপিটালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ আঁধার মার দরগাহ এলাকায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের স্কেলের কাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রকৌশলী মো. আলমগীর হোসেন তার এক সহযোগীকে সাথে নিয়ে গতকাল বিকাল তিনটার দিকে ব্যাটারিচালিত রিকশায় বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন।
তাদের বহনকারী রিকশাটি চট্টগ্রাম-কক্সবাজার সড়কের সাতকানিয়াস্থ অল কেয়ার হসপিটাল এলাকায় পৌঁছার পর সামনে থাকা চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী পিকআপ হঠাৎ ব্রেক করলে রিকশাটি ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করে।
এসময় রিকশাটি সড়কের উপর উল্টে যায় এবং বিপরীত দিক থেকে আসা অপর একটি বালুবাহী পিকআপ রিকশা আরোহীদের চাপা দেয়। তখন প্রকৌশলীসহ তিনজন গুরুতর আহত হন।
উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে প্রকৌশলী মো. আলমগীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে চমেক হাসপাতালে পৌঁছার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহতরা হলেন মো. কামরুজ্জামান (২৫) ও রিকশাচালক আবদুর রহিম (২৮)।
দোহাজারী হাইওয়ে পুলিশর সার্জেন্ট নাজিমুল হক জানান, সড়ক দুর্ঘটনায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের একজন প্রকৌশলী নিহত ও দু’জন আহত হয়। বালুবাহী মিনি ট্রাক ও ব্যাটারিচালিত রিকশাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই আলাউদ্দিন জানান, সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রকৌশলী আলমগীরকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।