সাংবাদিক শফিউল্লাহ শফির বিরুদ্ধে মানহানিকর সংবাদে উদ্বেগ জানিয়ে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের বিবৃতি
- আপডেট সময় : ০২:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি ::
দৈনিক যুগান্তরের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার শফিউল্লাহ শফিকে জড়িয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে)।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ জানুয়ারি দৈনিক বাংলায় প্রকাশিত সংবাদে শফিউল্লাহ শফিকে নিয়ে মানহানিকর তথ্য প্রদান করা হয়েছে। একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হলেও সেখানে তাঁর বক্তব্য নেয়া হয়নি। সিবিইউজে’র সদস্য শফিউল্লাহ শফি দৈনিক যুগান্তর ছাড়াও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানীর নির্বাহী সম্পাদক। এর আগে তিনি দৈনিক সংবাদ, বৈশাখী টেলিভিশনসহ অনেক গণমাধ্যমে কাজ করেছেন। একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে কোন প্রকার যাচাই বাছাই ও বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ মানহানিকর।
এ ঘটনায় ইতিমধ্যে শফিউল্লাহ শফি বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। যা তাঁর ন্যায্য অধিকার বলে সিবিইউজে মনে করে। বিবৃতিতে মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানানো হয়।
সংবাদ প্রেরক-
নুপা আলম
প্রচার ও দফতর সম্পাদক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।