সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের নেতাকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ০৯:৫৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজকে হত্যার উদ্দেশ্যে মারপিটের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার বিকেলে সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আয়োজনে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত নেতা আরাফাত রহমান একজন মাদকাসক্ত, সন্ত্রাসী ব্যক্তি। ইউনিয় পরিষদের নির্বাচনী সহিংসতার জেরে গত ১৮ এপ্রিল সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে হত্যার উদ্দেশ্যে বেধরক মারপিট ও তার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত নেতা হাফিজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এরই প্রতিবাদে থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্তরের নেতাকর্মীরা দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হোসেন লিংকন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রওশন সরকার, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মইন আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইমরানসহ সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।হিসেবে
মোঃ লুৎফর রহমান লিটন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
২৪.৪.২০২৪
০১৭১১৪৫৪০১৮