ব্রেকিং নিউজঃ
সরকার বিরুদ্ধি মিছিল থেকে গ্রেফতার নিয়ে জনমনে শঙ্কা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ১১২ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম, চট্টগ্রামে নগরের মুরাদপুর এলাকায় সরকার বিরোধী ঝটিকা মিছিল থেকে ৪ কর্মীকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ষোলশহর রেলস্টেশন থেকে সরকার বিরোধী একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।
পরে সেটি নগরের মুরাদপুর এলাকায় এলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় বিভিন্ন গলি থেকে তাদের আটক করা হয়। এতে অনেক সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন মিছিল মিটিং গনতান্ত্রিক অধিকার এই নিয়ে গ্রেফতার সরকারের নিছক বাড়াবাড়ি।
মিছিল থেকে গ্রেফতারকৃতরা হলেন- ফাহিম (২১), তারেক আহমদ (১৮), তৌহিদুল ইসলাম (১৮), মোহাম্মদ নূরুল ইসলাম পারভেজ (২২)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, শিবিরের ঝটিকা মিছিল থেকে ৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।