শ্রেষ্ঠ এস আই এর পুরস্কার পেলেন মির্জাপুর থানার এস আই শ্রী রামকৃষ্ণ দাস
- আপডেট সময় : ১১:১০:১২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
টাংগাইলের মির্জাপুর থানার এস আই শ্রী রামকৃষ্ণ দাসকে শ্রেষ্ঠ এস আই এর পুরস্কার দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি মোট ১১ বার পুরস্কার পেলেন। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার সময় টাঙ্গাইল এসপি অফিসে মার্চের মাসিক কল্যাণ সভায় তাকে পুরস্কৃত করা হয়। এছাড়াও মোট ৬৪ জনকে পুরুষ্কার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন: টাঙ্গাইল জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার, এসময় উপস্থিত ছিলেন: অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার সহ আরও অনেকেই।
এব্যাপারে মির্জাপুর থানার এস আই শ্রী রামকৃষ্ণ দাস বলেন, ওয়ারেন্ট তামিল মামলার রহস্য উদঘাটন করায় শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন। আসামী গ্রেফতার করা সহ অন্যান্য ভালো কাজ করায় শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হন তিনি। এ পর্যন্ত তিনি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অনেকবার পুরস্কার গ্রহণ করেছেন। তিনি আরও বলেন পুরুষ্কার হাতে পেয়ে দায়বদ্ধতা আরও বেড়ে গেল আমার। আমি পুরস্কার পেয়ে সত্যিই খুব আনন্দিত। আমি আরও কাজ করতে উৎসাহিত হলাম এবং চেষ্টা চালিয়ে যাব দ্বায়িত্ব ও কর্তব্যের প্রতি। এছাড়াও মির্জাপুর থানার এস আই আবুল বাশার মোল্লা, এস আই দবির উদ্দিন, এস আই মোঃ সোহেল মিয়া, এ এস আই হামিদুল ইসলাম, এ এস আই বেল্লাল হোসেন রনি সহ সকলেই বিভিন্ন ক্যাটাগরিতে অর্থ পুরস্কার গ্রহণ করেন তারা।