শুল্ক কমলেও উদ্বেগ থাকছে: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে ২০% কর
- আপডেট সময় : ১০:৪৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক –
এবিসি ন্যাশনাল নিউজ
যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ একাধিক দেশের পণ্যে নতুন পাল্টা শুল্ক আরোপ করেছে। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর এ শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। নতুন হার কার্যকর হয়েছে ১ আগস্ট থেকে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ঘোষণায় এই শুল্ক হার জানানো হয়। এতে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের ওপরও পাল্টা শুল্ক আরোপের কথা বলা হয়েছে।
শুল্কহার তালিকায় অন্যান্য দেশগুলো:
বাংলাদেশ : ২০%
পাকিস্তান: ১৯%
আফগানিস্তান: ১৫%
ভারত: ২৫%
ব্রাজিল: ১০%
ইন্দোনেশিয়া: ১৯%
মালয়েশিয়া: ১৯%
মিয়ানমার: ৪০%
ফিলিপাইন: ১৯%
শ্রীলঙ্কা: ২০%
ভিয়েতনাম: ২০%
এর আগে, চলতি বছরের ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক বাণিজ্য ঘাটতির কারণ দেখিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশের ওপর উচ্চহার শুল্ক আরোপ করেন। সেসময় বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক বসানো হয়, যা ছিল সবচেয়ে বেশি হারগুলোর মধ্যে একটি।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের পণ্যের ওপর বাংলাদেশের গড় শুল্কহার ৭৪ শতাংশ, যা বাণিজ্য ভারসাম্যহীনতা সৃষ্টি করছে। পাল্টা শুল্ক আরোপের পেছনে এ কারণই উল্লেখ করেছে ওয়াশিংটন।
তবে, গত ৯ এপ্রিল যুক্তরাষ্ট্র এসব পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করে এবং আলোচনার সুযোগ দেয়।
শেষ পর্যন্ত ২৯ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (USTR) এবং বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে তৃতীয় দফা আলোচনা শুরু হয়। বাংলাদেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিন দিনব্যাপী আলোচনা শেষে উভয় পক্ষ যৌথ বিবৃতির মাধ্যমে নতুন হ্রাসকৃত শুল্কহার ঘোষণা করে, যা এখন থেকে কার্যকর।






















