শুভ খেলা ঘরে প্রিয় দলের চ্লছে প্রিয় তারকাদের জার্সি পতাকা কেনার হিরিক
- আপডেট সময় : ০৯:৫৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ ৭০ বার পড়া হয়েছে
সোহাগ কিবরিয়া, দিনাজপুর ফুলবাড়ি
বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। ঐতিহ্যগতভাবে বাংলাদেশিরা ফুটবল পাগল জাতি। যে কারণে বিশ্বকাপ নিয়ে মাতামাতির ব্যাপারটা পুরনোই তাদের জন্য। বিশ্বের অন্য কোন দেশের কোন ব্যক্তি বিশ্বকাপের এই মৌসুমে বাংলাদেশে ঢুকলে হয়তোবা ভেবে নিতে পারেন, ফুটবল বিশ্বকাপের আসর এবার বুঝি বাংলাদেশেই বসেছে।
পারস্য উপসাগরের দেশ কাতারে আয়োজিত বিশ্বকাপ উন্মাদনা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ছড়িয়েছে অনেকটাই। সমর্থক দলের, খেলোয়াড়দের নিয়ে মধুর বিতর্কে জড়াচ্ছে সবত্রই। প্রিয় দলের জার্সি পরার পাশাপাশি পতাকা উড়ানো হচ্ছে ছাদে ছাদে।
শুধু তাই নয়, বিভিন্ন দেয়ালেও শোভা পাচ্ছে পতাকা ও প্রিয় তারকাদের ছবি। এছাড়া জার্সি পতাকা নিয়ে এলাকাভিত্তিক চলছে মোটরসাইকেল শোভাযাত্রা। চায়ের দোকানে, পাড়া মহল্লার আড্ডায়, গণপরিবহনে ও অফিস অফিসে সহকর্মীদের মধ্যে চলছে বিশ্বকাপ দল নিয়ে পর্যালোচনা, আলোচনা, সমালোচনা এবং বিতর্ক। বাদ যায়নি ফেসবুকের টাইমলাইনও। বিশ্ব জুড়ে উচ্ছ্বাস ও আবেগের অন্ত নেই।
পার্বতীপুর রোড ফুলবাড়ি বাসস্টান সংলগ্ন শুভ খেলাঘরে চলছে নিজ নিজ প্রিয় দলের জার্সি ও পতাকা বিক্রির হিড়িক শুভ খেলাঘর একটি জনপ্রিয় প্রতিষ্ঠান এছাড়া ও অনলাইনে চলছে জার্সি বিক্রির হিড়িক। ফুলবাড়ি শহরের এমন কোন ছাদ পাওয়া কঠিন যে ছাদে পছন্দের দলের পতাকা উড়ছে না। তবে বিশ্বকাপে অংশ নেওয়া শক্তিমত্তায় এগিয়ে থাকা আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকাই বেশি। বাংলাদেশে
বিশ্বকাপ নিয়ে এত মাতামাতির খবর আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টেও স্থান পেয়েছে। বিশ্বকাপ উত্তেজনা ছুঁয়ে যাচ্ছে সারা বিশ্বকে। বৈশ্বিক এই জনপ্রিয় আসর নিয়ে বিভোর সমর্থকরা। চাহিদার কথা মাথায় রেখেব শুভ খেলাঘরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানান বিক্রয় অফার ও ডিসকাউন্ট। ফলে শুভ খেলাঘরের চলছে ডিসকাউন্ট আর অফারের ছড়াছড়ি। সে অনুযায়ী বিক্রিও হচ্ছে বেশ,
ফুটবলের মহোৎসবকে ঘিরে শুভ খেলাঘরে সাজিয়ে রাখা হয়েছে নানান ফিচার সম্মিলিত সেই সঙ্গে যুক্ত হয়েছে ডিসকাউন্ট, অফার,
শুভ খেলাঘরের প্রো ফাইটার সইদুজ্জামান বাবু বলেন, বিশ্বকাপ উপলক্ষে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার দিয়েছি ক্রেতাদের জন্য।তাই পতাকা ও প্রিয় তারকাদের ছবি। এছাড়া জার্সি পতাকা নিয়ে অন্যান্য যেকোন সময়ের চেয়ে এবার শুভ খেলাঘরে জনপ্রিয়তা বেশি
এছাড়াও প্রিয় দলের জার্সি পতাকার পাশাপাশি শুভ খেলাঘরে পাচ্ছে ভিভিন্ন রকমের জার্সি, ট্রাক শুট, ফুটবল খেলার বল,ব্যাটমিন্টন,বিভিন্ন রকমের মাথার ক্যাপ,টাওজার, ফুটবল বুট সহ বিভিন্ন খেলার সামগ্রী খুচরা ও পাইকারি মুল্যে বিক্রয় করা হয়
যোগাযোগের ঠিকানা : পার্বতীপুর রোড ফুলবাড়ি বাসস্টান সংলগ্ন শুভ খেলাঘরে
প্রোফাইটার: সহিদুজ্জামান বাবু
মোবাইল নংঃ01797993652