শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার!!
- আপডেট সময় : ১১:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ৫৭ বার পড়া হয়েছে
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জিন্নাতুল ইসলাম প্রামানিক সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। এ ঘটনায় রাতে বগুড়া সদর থানায় ভুক্তভোগী হিসাববিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নিজে বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জেবুন নেছা।
মামলার বরাত দিয়ে এসআই জেবুন নেছা জানান, গত ৩ থেকে ৪ বছর আগে প্রাইভেট পড়ার মাধ্যমে শিক্ষক জিন্নাতুলের সাথে ওই মেয়ের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই মেয়েকে প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে জিন্নাতুল। এছাড়া শিক্ষক জিন্নাতুল ওই মেয়ের নগ্ন ছবি ও ভিডিও তুলে শারীরিক, মানসিক নির্যাতন এবং ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে আরও একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। গত ১০ অক্টোবর নিজ বাড়িতে ওই শিক্ষক সর্বশেষ ধর্ষণ করে। এতে ওই মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পরলে গত ৩১ অক্টোবর স্থানীয় একটি রেস্টুরেন্টে বসে সন্তান নষ্টের জন্য হুমকি দেয় এবং মারপিট করে। পরে ওই মেয়ে মঙ্গলবার সকালে বগুড়া সদর থানায় অভিযোগ প্রদান করে। অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যায় শিক্ষক জিন্নাতুলকে আটক করে পুলিশ। পরে মামলা দায়েরের পর ওই শিক্ষককে গ্রেফতার দেখানো হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত শিক্ষককে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হবে।