শার্শায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার (৮নভেম্বর) বেলা ১১টার সময় শার্শা উপজেলা পরিষদ হল রুমে একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান নাগরিক উদ্যোগ এর আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্প এ উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সমাজ সেবা সহকারী অফিসার রিয়াদুল ইসলাম, শার্শা উপজেলা কৃষি অফিস এর উদ্ভিদ সংরক্ষণ সহকারী অফিসার মোঃ ফরহাদ শরীফ।
নাগরিক উদ্যোগ এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ রহিদুল ইসলাম এর স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা মহিলা অধিদপ্তর- কার্যালয়ের সহকারী অফিসার রাকিব উদ্দিন, বেসরকারি এনজিও পরিচালক নুরজাহান রিনা, ও নাগরিক উদ্যোগ এর যশোর জেলা সমন্বয়কারী সুজন কুমার, খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস, নাগরিক উদ্যেগ এর ইউনিয়ন প্রতিনিধি (সিএ) মিঠুন দাস, নাগরিক উদ্যোগ’র আদিবাসী সমিতির চেঞ্জেন এজেন্ড সম্পাদক তপন দাস, ও স্থানীয় সাংবাদিক বিন্দু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।