শার্শার বাগআঁচড়ায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১১:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ৭১ বার পড়া হয়েছে
সোহাগ হোসেন নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ আসলাম হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল চার ঘটিকার সময় তাকে আটক করা হয়।
আটক আসামী, মোঃ আসলাম হোসেন বেনাপোল পোর্ট থানার কদমতলা (বারোপোতা) গ্রামের আবু কালাম এ’র ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে, এস’আই সাইফুল ইসলাম, এএস’আই ফিরোজ সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস টিম টেংরা মহিলা মাদ্রাসার সামনে থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে আটক করে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী মোঃ শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানার অধীনে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।