শার্শার বাগআঁচড়ার পূজা মন্ডপ পরিদর্শন করলেন এম’পি আফিল
- আপডেট সময় : ১২:৩৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ৮১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, বিএনপি-জামায়াতের শাসনামলে এদেশের সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে পূজা অর্চণা করতে পারতোনা। যখনই সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতো ঠিক সে সময়ে সাম্প্রদায়িক চেতনায় উস্কানি দিয়ে তারা নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্মমভাবে আঘাত হানতো। যা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানতে পারেননি। তিনি প্রথম পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তাঁর বাবা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ স্বাধীনের অঙ্গীকার বাস্তবায়ন করতে অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির বাংলাদেশ গড়তে মাঠে নেমেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার বাগআঁচড়ায় পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এ সময় শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের চলমান সম্প্রীতির বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের সকলের পরিচয় আমরা বাঙালি জাতি। আমরা সকল সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির এই বাংলাদেশ ধরে রাখবো। আমরা আমাদের নতুন প্রজন্মদের সুন্দর বাংলাদেশ উপহার দেবো। সেজন্য এখন থেকেই, শারদীয় দুর্গা পূজার মন্ডপ থেকেই অসুর নিধন শুরু করতে হবে। আর যাতে কোন হায়েনার দল এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য বারবার নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে।
এদিন, শার্শা উপজেলার ২৯টি পূজামণ্ডপে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবে খণ্ড-খণ্ডভাবে পরিদর্শনে ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যশোর জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সালমা আলম, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, কোষাধ্যক্ষ আলহাজ ওয়াহিদুজ্জামান, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার ও সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়নের আঃলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল, কায়বা ইউনিয়ন
আঃলীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আফরোজ, শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ দাস, সাধারণ সম্পাদক নীল কমল সিংহ, সাংস্কৃতিক সম্পাদক অশোক কুমার ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুমার সিংহ, সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাষ, বেনাপোল পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি শান্তিপদ গাঙ্গুলি, সাধারণ সম্পাদক উজ্জল কুমার বিশ্বাসসহ উপজেলার সকল প্রান্তের সনাতন ধর্মাবলম্বীরা।