শার্শায় যুবককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ১০:১৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় মুসা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্প্রতিবার (৩০ মে) সন্ধা ৭ টার দিকে উপজেলার হরিনাপোতা বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের আপন ভাইপো রাসেল (২০) নামে অপর এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।ঘটনার দিন রাতেই ভুক্তভোগীর পরিবার শার্শা থানা একটি মামলা দায়ের করেছেন।
নিহত মুসা হরিনাপোতা গ্রামের আতাউর হকের ছেলে, ও তার ভাইপো আহত রাসেল ইসহাকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরু বেচাকেনা নিয়ে মুসার সাথে দীর্ঘ ৬ মাসে আগে মান্দারতলা এলাকার রফিকুল, মিলন ও সুমনের সাথে দ্বন্দ ছিল। ঘটনার দিন বিকেল ৫ টার দিকে মুসা ও ভাইপো রাসেল চা খাওয়ার জন্য হরিনাপোতা বাজারে যায়। এসময় রফিকুল, মিলন ও সুমনসহ একদল দুর্বৃত্তরা অতর্কিতভাবে মুসার উপর হামলা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে মুসার শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এবং তার মৃত্যু নিশ্চিত করতে তাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। এ সময় বাধা দিতে এগিয়ে আসলে তার ভাইপো রাসেল গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ভাইপো রাসেলকে ভর্তি রাখেন, এবং মুসার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শষ্যা হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে মুসার শারীরিক অবস্থার অবনতি হলে এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসাকরা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩১ মে) বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।
নাভারণ সার্কেলের এএস’পি নিশাত আল নাহিয়ান জানান, এঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের হয়েছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।