শার্শায় বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ১০:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
বেনাপোল (যশোর) সংবাদদাতা।
যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।শনিবার (১ সেপ্টেম্বর) সকালে শার্শা বাজারে বিএনপি’র কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবু হাসান জহির, সদস্য এ্যাড: মোস্তফা কামাল মিন্টু, আশরাফুল আলম বাবু, রুহুল কুদ্দুস, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুর হক ইন্দা, যুগ্ন আহবায়ক আল মামুন বাবলু, কবির হোসেন, সদস্য আল উজায়ের সুজন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাফিকুল হাসান রিপন, কামরুজ্জামান মুন্না, আশিকুজ্জামান আশিকসহ বিএনপি ও বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসয়ম উপস্থিত ছিলেন।