শায়খ হাম্মাদ আহমদ গাজিনগরী(আমেরিকা)’র পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ
- আপডেট সময় : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দ্বিতীয় দফায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মুহাদ্দিসে গাজিনগরী ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ হাম্মাদ আহমদ গাজীনগরী (আমেরিকা)’র উপহার সামগ্রী বিতরণ করেন মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ, শান্তিগঞ্জ উপজেলা শাখা কমিটির দায়িত্বে থাকা সদস্য ও সেচ্ছাসেবক বৃন্দ ।
(৬ই জুলাই শনিবার) শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়।পাথারিয়া ইউনিয়ন,শিমুলবাক ইউনিয়ন, জয়কলস ইউনিয়ন,পূর্ববীরগাঁও ইউনিয়ন,পশ্চিম বীরগাঁও ইউনিয়ন,দরগাপাশা ইউনিয়ন, পূর্ব পাগলা ইউনিয়ন,পশ্চিম পাগলা ইউনিয়ন সহ প্রতিটা গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শায়খ হাম্মাদ আহমদ গাজীনগরীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়।
হাওরাঞ্চলে পানিবন্দি মানুষের ঘরে ঘরে ও ইউনিয়ন পরিষদের সামনে উপহার সামগ্রী বিতরণ পরিচালনা করেন মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাও.সিরাজুল ইসলাম বাহার এর দিক নির্দেশনায়,উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক মাও.মাহফুজুর রহমান সজিব।
উপস্থিত ছিলেন,উপজেলা ফাউন্ডেশনের সহ সভাপতি মাওঃ হুমায়ূন কবির দুলাল,অর্থ সম্পাদক হাঃমাও.মাছুম আহমদ,প্রকাশনা সম্পাদক মাও.আ:মুমিন, প্রচার সম্পাদক মৌলভী হাসান মাহমুদ,মাও.রুহুল আমিন, মাও.নাজমুল হক গং।বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জুবলীগ নেতা মোঃশফিকুল ইসলাম, মোঃশাহ আলম, মাও.সাজওয়ার প্রিন্সিপাল দারুল ফালাহ আইডিয়াল মাদ্রাসা সুনামগঞ্জ।
ত্রাণ কার্যক্রমের নেতৃত্বে থাকা শান্তিগঞ্জ উপজেলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সজিব বলেন,একদিকে পাহাড়ি ঢলে অকাল বন্যা,অন্যদিকে হাওরের ঢেউ, দুই দফায় বন্যায় হাওরাঞ্চলের মানুষ আজ চরম ক্ষতিগ্রস্ত। শায়খ হাম্মাদ আহমদ গাজীনগরী মহোদয় আপনাদের সুখ দুঃখের সাথী হিসেবে আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ।
উপজেলা ফাউন্ডেশনের অর্থ সম্পাদক হাঃমাও:মাছুম আহমদ বলেন, প্রতিনিয়তই প্রকৃতির সাথে যুদ্ধ করে পানিবন্দি মানুষদের ঠিকে থাকতে হয়। একদিকে পাহাড়ি ঢলে অকাল বন্যা,অন্যদিকে হাওরের ঢেউ, দুই দফায় বন্যায় হাওরাঞ্চলের মানুষ আজ চরম ক্ষতিগ্রস্ত। বন্যার শুরু থেকে আমাদের হাওরাঞ্চলের সন্তান মাও.হাম্মাদ আহমদ গাজীনগরী মানুষের দোয়ারে দোয়ারে প্রতিনিধি পাঠান।
উপজেলা ফাউন্ডেশনের সভাপতি মাও.সিরাজুল ইসলাম বাহার একটি এস এম এস পাঠান সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সজিব এর কাছে, এস এম এসে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।সুনামগঞ্জের সুপরিচিত ইসলামিক ইস্কলার, গবেষক, লেখক,দার্শনিক সুবক্তা,উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উস্তাদে মুহতারাম শায়খুল হাদীস মাওঃ শায়খ হাম্মাদ আহমদ গাজীনগরী আপনাদের সুখ দুঃখের সাথী।প্রাকৃতিক যে কোন দুর্যোগে আপনাদের পাশে ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ।ফাউন্ডেশনের পৌরসভার উপদেষ্ঠা ও ত্রান বিতরণে অতিথি মাও.মুফতি মোবাশ্বির আলী বর্মা উত্তরী বলেন আমরা হাওরবাসী দুই দফা বন্যার কারনে আজ অনেকেই ক্ষতিগ্রস্ত। বন্যার শুরু থেকেই আমরা মানুষের পাশে আছি এবং তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি হাম্মাদ আহমদ গাজীনগরী দাঃ বা: এর পক্ষথেকে ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,মুহাদ্দিসে গাজিনগরী ফাউন্ডেশন বাংলাদেশ, জামালগঞ্জ উপজেলার সেক্রেটারি মুফতি তাফাজ্জুল হল,বেদায়াতুল হেদায়া’র সহযোগী সদস্য ক্বারী মাও:আহমদ শফী,ফাউন্ডেশনের পৌরসভার সভাপতি মাও.আকমল হোসাইন, ফাউন্ডেশনের পৌরসভার সেক্রেটারি মাও.গোলাম সারওয়ার,হাফিজ মুরাদ আহমদ। পাগলা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মাষ্টার শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মনসুর আহমদ,যুব নেতা তৌফিকুল ইসলাম, মাওঃ জাহিদুল হক, মাওঃ কবির আহমদ,মাওঃ জাকারিয়া মাহবুব, মাওঃ আব্দুর রহমান জামী প্রমুখ।