শনিবার চুনতী সীরতুন্নবী মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম।
- আপডেট সময় : ১২:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ১৯১ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম চট্টগ্রাম ।
চুনতী আন্তর্জাতিক সীরত মাহফিলের মোতোয়ালি কমিটির সাংগঠনিক সম্পাদক লোহাগাড়া উপজেলার সর্বজন পরিচিত ব্যক্তিত্ব শাহাজাদা ইবনে দিনার নাজাত ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সীরতুন্নবী (স.) মাহফিলের মিডিয়া প্রধান লোহাগাড়া উপজেলার কর্মরত সাংবাদিক সমাজ কে যিনি প্রানের স্পন্দন মনে করেন সেই শাহজাদা তৈয়বুল হক বেদার বলেন গত শনিবার চুনতী সীরতুন্নবী সীরতুন্নবী (স.)এর কর্মসূচি সম্পর্কে লোহাগাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের অবগত করে বলেন শনিবার বাদে আছর থেকে ১৫ তম দিবসের পোগ্রাম শুরু হয়েছিল এবং আন্তর্জাতিক চুনতী সীরতুন্নবী মাহফিলে (সঃ) এর শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মিনহাজ উদ্দিন, ছাত্র, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম।
পবিত্র নাতে রসুল (স.) পরিবেশ করেন মোজাফফর আলী, ছাত্র চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম।
সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা সিরাজুল হক সাহেব, সাবেক সহকারী অধ্যাপক জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাদ্রাসা চন্দনাইশ।বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম (আমিন)। বিশেষ আকর্ষণ হিসেবে বাদ এশা ওয়ায়েজ করেন প্রখ্যাত লেখক, গবেষক ও ইসলামিক স্কলার ডঃ আল্লামা লুৎফর রহমান সাহেব, মঃ জিঃআঃ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত মাওলানা ইব্রাহিম কবির সাহেব ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ লোহাগাড়া। নিয়মিত বক্তা হিসেবে বাদ এশা ওয়ায়েজ করেন ড. মাওলানা মুহি উদ্দিন মাহী সাহেব, কো-অর্ডিনেটর, ইসলামিক ইকোনমিক এসোসিয়েশন অব কুয়েত ইউনিভার্সিটি। ওয়ায়েজ করেন আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ খুবাইব সাহেব, মুহতামিম,আল জামিয়াতুল ইসলামি, জিরি,পটিয়া, চট্টগ্রাম।